সর্বশেষ :

জুলাই ঘোষণাপত্রে শহীদ ও আহতদের স্বীকৃতি দিতে হবে: হাসনাত আবদুল্লাহ


অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৫ । ২:৫৩ অপরাহ্ণ
জুলাই ঘোষণাপত্রে শহীদ ও আহতদের স্বীকৃতি দিতে হবে: হাসনাত আবদুল্লাহ
ফাইল ছবি

সরকারের জুলাই ঘোষণাপত্রে শহীদ ও আহতদের যথাযথ স্বীকৃতি প্রদান নিশ্চিত করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে কুমিল্লার দেবীদ্বারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণকালে তিনি এ দাবি জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, “৩১ ডিসেম্বর শহীদ মিনার থেকে প্রোক্লেমেশন অব জুলাই রেভল্যুশন ঘোষণা করার কথা ছিল। কিন্তু সরকার জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এটি ঘোষণা করার দায়িত্ব নিয়েছে বলে আমরা নিজেরা ঘোষণা করিনি। এখন জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তুলে ধরার জন্য মানুষের দ্বারপ্রান্তে পৌঁছানোর চেষ্টা করছি। প্রান্তিক জনপদ থেকে আন্দোলনে অংশ নেওয়া মানুষের সঙ্গে কথা বলছি। এই গণআন্দোলনের ঘোষণাপত্রে তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে।”

তিনি আরও বলেন, “জনগণ যেভাবে চাইবে, সেভাবেই ২০২৪-পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে। সেই বাংলাদেশে ফ্যাসিবাদ, দুঃশাসন ও অপশাসনের স্থান থাকবে না।”

সরকারকে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, “এ ঘোষণাপত্রে শহীদ ও আহত ব্যক্তিদের স্বীকৃতি থাকতে হবে। পাশাপাশি ১৯৪৭ থেকে একাত্তরের পথযাত্রা এবং ১৯৭১ থেকে ২০২৪-এর লড়াইয়ের ইতিহাস সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে।”

তিনি অভিযোগ করেন, “আওয়ামী জাহেলিয়াতের সময়ে খুন, গুম, হত্যা, নির্যাতন ও নিপীড়নের যে অধ্যায়, সেটিরও স্বীকৃতি দিতে হবে। একাত্তর ও ২০২৪-এর লড়াই একই সূত্রে গাঁথা। একাত্তরের লড়াই ছিল পাকিস্তানি শোষণের বিরুদ্ধে, আর ২০২৪-এর লড়াই আওয়ামী জাহেলিয়াত ও ফ্যাসিবাদের বিরুদ্ধে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরও জানান, জনগণের প্রত্যাশার আলোকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের প্রতিটি দিক সাজানো হবে এবং তা জাতির ঐতিহাসিক লড়াইয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১