সর্বশেষ :

ছুটির দিনে প্রাণ ফিরে পাচ্ছে বাণিজ্য মেলা


অনলাইন ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৫ । ২:১৭ অপরাহ্ণ
ছুটির দিনে প্রাণ ফিরে পাচ্ছে বাণিজ্য মেলা
সংগৃহীত ছবি

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে বাণিজ্য মেলা প্রাঙ্গণ। সকাল থেকেই দর্শনার্থীদের ঢল শুরু হয়। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে আবার কেউ প্রয়োজনীয় কেনাকাটার উদ্দেশ্যে মেলায় এসেছেন।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা লাবণী জানান, বান্ধবীদের সঙ্গে পরিকল্পনা করেই মেলায় এসেছেন।

তিনি বলেন, “আব্বুকে আগে থেকেই বলেছিলাম কিছু টাকা ও গাড়ি দরকার। আব্বু রাজি হয়ে যাওয়ায় আজ ছুটির সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি। সারাদিন ঘুরবো, কেনাকাটা করবো, বিকেলে বাসায় ফিরবো।”

স্ত্রী ও পাঁচ বছরের মেয়েকে নিয়ে মেলায় এসেছেন মিরপুরের আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, “অফিসের কারণে অন্যদিন আসা হয় না। তাই ছুটির দিনটাকে বেছে নিয়েছি। মেয়েকে নাগরদোলায় চড়াবো, সাধ্য অনুযায়ী কেনাকাটা করবো। সন্ধ্যায় মোটরসাইকেলে ফিরবো।”

মেলায় কাশ্মীরি শাল কিনতে এসেছেন ব্যাংক কর্মকর্তা মনজুরুল করিম। তিনি জানান, সপ্তাহজুড়ে কাজের ব্যস্ততার কারণে অন্যদিন সময় বের করা যায় না। তবে দাম কিছুটা বেশি মনে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

মেলার বিভিন্ন স্টলে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। ননস্টিক ফ্রাইপ্যান বিক্রেতা সাইদ জানান, “বিক্রির জন্য নানা অফার দেওয়া হয়েছে। তবে সকালের তুলনায় জুমার নামাজের পর ক্রেতা বাড়বে বলে আশা করছি।”

কসমেটিকস পণ্য বিক্রেতা রবিউল ইসলাম ও জামাকাপড় বিক্রেতা রহমত উল্লাহ জানান, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মেলায় বিক্রি জমজমাট হওয়ার সম্ভাবনা রয়েছে।

টিকিট কাউন্টারে দাঁড়ানো শ্রেয়সী নামে এক স্কুলছাত্রী বলেন, “অন্যান্য দিন কোচিং ও ক্লাসের চাপে আসা সম্ভব হয় না। আজ মেকআপের কিছু জিনিসপত্র কিনবো।”

মেলায় ছেলে নিয়ে এসেছেন আনোয়ার হোসেন। তিনি বলেন, “ছেলে ছুটির দিনে মেলায় আসার বায়না ধরেছিল। তার পছন্দের জিনিস কিনে ঘুরে দেখবো।”

বাণিজ্য মেলার পরিচালক বিবেক সরকার জানান, ছুটির দিনে স্বাভাবিকভাবেই লোকসমাগম বেশি হয়। আজও তার ব্যতিক্রম হবে না।

এবারের মেলায় দেশীয় ৩৫১টি এবং বিদেশি ৭টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা মেলা সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত চলবে। প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং ১২ বছরের কম বয়সীদের জন্য ২৫ টাকা। বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীরা বিনামূল্যে প্রবেশের সুবিধা পাচ্ছেন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১