সর্বশেষ :

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৬


ফজল, ছাতক
জানুয়ারি ১০, ২০২৫ । ৭:১৫ অপরাহ্ণ
ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৬
সংগৃহীত ছবি

সুনামগঞ্জের ছাতক থানা পুলিশের পৃথক অভিযানে সিআর সাজাপ্রাপ্ত ২ জন, সিআর ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং নিয়মিত মামলায় ১ জনসহ মোট ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার রাতে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসানের নির্দেশনায় এসআই ছত্তার, এসআই সারোয়ার, এসআই সাদেক, এসআই সিকান্দর, এসআই মিহির, এএসআই সাহাব, এএসআই তোলা এবং এএসআই তাইজ উদ্দিনের নেতৃত্বে পৃথক অভিযানের মাধ্যমে এসব আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার খারগাঁও গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মোঃ এখলাছুর রহমান, রাজারগাঁও গ্রামের মৃত কাছা মিয়ার ছেলে মোঃ কাওসার আহমদ, মৃত মোফাচ্ছির আলীর ছেলে ওয়াছির আলী, সুহিতপুর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে আনকার আলী, আবুল ফজল আলীম এবং বল্লবপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আব্দুস সালাম।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১