সুনামগঞ্জের ছাতক উপজেলায় তারুণ্যের উৎসব উপলক্ষে নানা আয়োজনে জমজমাট দুই দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৮ ও ৯ জানুয়ারি অনুষ্ঠিত এ উৎসবে ছিল আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বিতর্ক, বই পড়া প্রতিযোগিতা, পৌষ মেলা, পিঠা উৎসব, সেরা বাউল অন্বেষণ এবং সাংস্কৃতিক সন্ধ্যা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) আবু নাছিরের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবি পুলিন রায়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, উপ-প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সি এ জয়দেব চন্দ্র দেবনাথ, জিতেন বর্মন জয়, সার্টিফিকেট সহকারী কমলেশ চক্রবর্তী অপু এবং শিক্ষক আবুল কালাম ও মহসিন মিয়া।
আলোচনা সভায় তারুণ্যের চেতনা বিকাশের জন্য এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরা হয়। সেরা বাউল অন্বেষণ প্রতিযোগিতার বিজয়ীদের জেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার রাতে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বাউলা গানের সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চ মুখরিত হয়ে ওঠে। বাউল সুর ও গানে দর্শকরা মুগ্ধ হন।
এ আয়োজন তরুণ প্রজন্মকে সৃজনশীল কার্যক্রমে উৎসাহিত করতে এবং লোকজ সংস্কৃতি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেন অতিথিরা।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :