ভারতের ছত্তিশগড়ের মুঙ্গেলি জেলার সারগাঁও থানার রামবোদ এলাকায় নির্মীয়মাণ একটি ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে কাজ চলাকালে কারখানার একটি লোহার চিমনি ধসে পড়ে। এতে অন্তত ২৫ জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
শেষ পাওয়া তথ্য অনুসারে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। খবর পেয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন এবং জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের বের করার চেষ্টা চলছে।
মুঙ্গেলি জেলার পুলিশ সুপার ভোজরাম প্যাটেল জানান, চিমনিটি লোহার তৈরি একটি গম্বুজাকৃতির কাঠামো ছিল, যাকে কারখানার পরিভাষায় সিলো বলা হয়। সাধারণত কারখানার বিভিন্ন উপকরণ সংরক্ষণে এই ধরনের কাঠামো ব্যবহার করা হয়। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত নয়।
দুর্ঘটনার পর কারখানার শ্রমিকদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ ও প্রশাসন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :