সর্বশেষ :

গাজীপুরে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে লাখো নেতাকর্মীর অংশগ্রহণ


মোড়ল, গাজীপুর
জানুয়ারি ১০, ২০২৫ । ৭:১৯ অপরাহ্ণ
গাজীপুরে জামায়াতে ইসলামী কর্মী সম্মেলনে লাখো নেতাকর্মীর অংশগ্রহণ
সংগৃহীত ছবি

গাজীপুরের ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে শুক্রবার সকাল ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের ভোর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের ঢলে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। এ জাঁকজমকপূর্ণ আয়োজন কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা আমির ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। শুরা সদস্য মোহাম্মদউল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দেশের নির্যাতিত রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরশাসকের পতন ঘটেছে। তবে বর্তমান পরিস্থিতিতে শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে দেশের পূর্ণ সংস্কারের প্রয়োজন। এজন্য বর্তমান সরকারকে কিছু সময় দেওয়া উচিত।”

তিনি আরও উল্লেখ করেন, “বিগত স্বৈর সরকার দেশের অর্থনীতিকে বিপর্যস্ত করেছিল, যা পুনরুদ্ধারে সঠিক দিকনির্দেশনা প্রয়োজন।”

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক মুহাম্মদ ইজ্জত উল্লাহ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মো. সামিউল হক ফরুকী। বক্তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সদস্যদের দায়িত্ব, এবং দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে আলোচনা করেন।

সম্মেলনস্থল ছিল সুশৃঙ্খল, যা আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীদের যৌথ প্রচেষ্টার ফল। কর্মী সম্মেলনে উপস্থিত জনসাধারণ আশা প্রকাশ করেন যে, জামায়াতে ইসলামী আগামী দিনে আরও শক্তিশালী হয়ে দেশের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করবে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১