সর্বশেষ :

খুলনার দিঘলিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


খোকন মল্লিক, দিঘলিয়া
জানুয়ারি ১০, ২০২৫ । ৭:৩০ অপরাহ্ণ
খুলনার দিঘলিয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

খুলনার দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চত্বরে শুক্রবার (১০ জানুয়ারি, ২০২৫) সকাল ৯টায় এক জাঁকজমকপূর্ণ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মোঃ তাসনিম ইসলাম টুটুল।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী অঞ্চল পরিচালক খান গোলাম রসুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ কবিরুল ইসলাম।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রিন্সিপাল গাউসুল আযম হাদী, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, খুলনা জেলা সহ-সভাপতি আকবার আলী মোড়ল, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সাবেক থানা আমীর মাওলানা শহীদুল্লাহ্সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনের শেষ পর্যায়ে ২০২৫-২৬ সেশনের জন্য দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কার্যকরী পরিষদের নাম ঘোষণা করা হয়। মোঃ মুজাহিদুল ইসলাম সভাপতি এবং মোঃ তাসনিম ইসলাম সেক্রেটারি হিসেবে পুনর্নির্বাচিত হন।

অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা সহ-সভাপতি আলমগীর হোসেন, মোল্যা খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, জেসমিন আক্তার (মহিলা), সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ মোল্লা, কোষাধ্যক্ষ আবু হানিফ, দপ্তর সম্পাদক মাহাফুজ বিশ্বাস, ট্রেড ইউনিয়ন সম্পাদক ইমরান মৃধা, প্রচার ও প্রযুক্তি সম্পাদক সোহাগ আলী, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাসান বিশ্বাস, পাঠাগার সম্পাদক সাইফুর রহমান, ক্রীড়া সম্পাদক ইয়াসিন সাব্বির, আইন আদালত সম্পাদক আলমাস শেখ, সাহায্য ও পুনর্বাসন সম্পাদক নূর মোহাম্মদ এবং চিকিৎসা সম্পাদক আনোয়ার হোসেন।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রবিউল ইসলাম, মোঃ সাব্বির হোসেন এবং মোঃ আনোয়ার শেখ।

সম্মেলনে অংশগ্রহণকারী অতিথি ও সদস্যদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, শ্রমিকদের কল্যাণ এবং দিঘলিয়া উপজেলার সার্বিক উন্নয়নে সংগঠনের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১