বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শুক্রবার (১০ জানুয়ারি) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্স-এ পোস্ট দিয়ে তিনি এই ধন্যবাদ জানান।
তারেক রহমান তার পোস্টে একটি ছবি শেয়ার করেন, যেখানে দেখা যায় তিনি ও তার পরিবার হুইলচেয়ারে বসা খালেদা জিয়ার পাশে দাঁড়িয়ে আছেন। ছবির সঙ্গে তিনি লেখেন, “আমার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য পরিবহন এবং রসদ সরবরাহে সহায়তা করার জন্য আমি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির প্রতি গভীরভাবে কৃতজ্ঞ।”
তিনি আরও উল্লেখ করেন, “আমার পরিবার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা কাতারের এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী, বহুমুখী সম্পর্ক গড়ে তোলার জন্য আমরা উন্মুখ।”
প্রসঙ্গত, উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে কাতারের আমিরের সরবরাহ করা এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমানে তিনি লন্ডনের একটি ক্লিনিকে অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :