সর্বশেষ :

কটিয়াদীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন


রশিদ, কটিয়াদী
জানুয়ারি ১০, ২০২৫ । ৭:৪৬ অপরাহ্ণ
কটিয়াদীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন
সংগৃহীত ছবি

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আহ্বানে কিশোরগঞ্জের কটিয়াদীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় কটিয়াদী বাসস্ট্যান্ডের ২নং প্রাইমারি স্কুলের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কটিয়াদী উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম দুলালের সভাপতিত্বে এবং সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির প্রধান উপদেষ্টা ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট খালেদ হাসান জুম্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, কটিয়াদী শাখার উপদেষ্টা সাইদুল হক বিএসসি এবং মাহমুদুল হাসান।

এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম মোড়লও সম্মেলনে উপস্থিত ছিলেন।

বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি সময়মতো প্রদান, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন, শিশুশ্রম বন্ধ এবং শ্রমিকদের কল্যাণে সরকারকে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান। তারা শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।

সম্মেলনটি শ্রমিকদের অধিকার ও তাদের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১