ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে ইমিগ্রেশন পুলিশের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন নিপুণ।
অভিনেত্রী জানান, তিনি পুলিশ হেফাজতে ছিলেন না। বনানীর বাসায় অবস্থান করছেন উল্লেখ করে তিনি বলেন, “আমি বনানীর বাসায় আছি। এই খবর ভুয়া। এর বাইরে এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। ফালতু সব বিষয়।”
তবে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ নিশ্চিত করেছেন, শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় যুক্তরাজ্যের একটি ফ্লাইটে যাওয়ার জন্য ইমিগ্রেশনে উপস্থিত হন নিপুণ। গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে তাকে আটকে দেওয়া হয় এবং পরে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদের পর নিপুণ ওই ফ্লাইটে উঠতে পারেননি। বিমানবন্দর থেকে তিনি সড়কপথে ঢাকায় ফিরে যান।
এর আগে, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফরের পর থেকেই নিপুণ আড়ালে ছিলেন। তাকে ঘিরে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছিল, বিশেষ করে গ্রেপ্তার আতঙ্কে তিনি দেশ ছেড়েছেন এমন কথাও উঠে আসে। তবে সিলেট বিমানবন্দরে তাকে আটকের ঘটনা প্রকাশ্যে আসায় নিশ্চিত হওয়া গেল, তিনি এতদিন দেশেই ছিলেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে নিপুণ কোনো ধরনের গুঞ্জনের জবাব না দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :