সর্বশেষ :

সংসারের সংজ্ঞায় জয়া আহসানের ভিন্ন দৃষ্টিভঙ্গি


অনলাইন ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৫ । ৫:৫৩ অপরাহ্ণ
সংসারের সংজ্ঞায় জয়া আহসানের ভিন্ন দৃষ্টিভঙ্গি
সংগৃহীত ছবি

অভিনয়ে দক্ষতা আর অসাধারণ সাবলীলতায় এপার-ওপার দুই বাংলার দর্শকপ্রিয় মুখ হয়ে উঠেছেন জয়া আহসান। একেক চরিত্রে ভিন্নভাবে নিজেকে মেলে ধরে দর্শকদের মুগ্ধ করেন তিনি। তবে অভিনয় জীবনের বাইরে তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্ত-সাংবাদিকদের কৌতূহলের শেষ নেই, বিশেষত তার বিয়ে নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে এবং সংসার প্রসঙ্গে নিজের অভিমত ব্যক্ত করেছেন এই তারকা। জয়া বলেন, “আমি তো সংসারই করি। করছি। বিয়ে করলেই কি শুধু সংসার হয়? আমার দায়িত্ব আছে অনেক, যা সংসারের চেয়ে কম নয়। এই কাজগুলোই আমার জীবনের অংশ, এবং আমি এতে খুশি। সবাইকে বুঝতে হবে, বিয়ে মানেই সংসারের নিশ্চয়তা নয়। আমি বিয়ে করেছিলাম, সেই অভিজ্ঞতাও নিয়েছি। কিন্তু এখন আমি ভিন্নভাবে সংসার করছি। এই সংসারটাই আমার কাছে সার্থক।”

তিনি আরও বলেন, “আমার সংসার বলতে আমার চারটি চারপেয়ে সন্তান, আমার মা, ভাইবোন, এবং গাছপালা। এরা-ই আমার সবকিছু। বিয়ে করেও যদি মানুষের মধ্যে মানসিক দূরত্ব থাকে, তাহলে সেটাকে কি আদৌ সংসার বলা যায়? মানুষকে দেখানোর জন্য ফটোফ্রেম সংসার করার কোনো মানে নেই। বরং সংসার মানে হলো আন্তরিক সংযোগ, একে অন্যের জন্য কিছু করা। আমি আমার মতো করে জীবনটা সাজিয়েছি। এভাবেই আমি ভালো আছি এবং থাকব।”

প্রসঙ্গত, ১৯৯৮ সালে মডেল ফয়সালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জয়া আহসান। ১৩ বছরের সংসারজীবন শেষে ২০১১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি আর বিয়ের পথে হাঁটেননি। প্রায় এক যুগ ধরে একাই জীবন যাপন করছেন এই অভিনেত্রী। যদিও বিভিন্ন সময়ে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে, তবে সেগুলো কখনোই বাস্তবে রূপ নেয়নি।

এদিকে, গেল বছরের শেষ দিকে মুক্তি পাওয়া ‘নকশী কাঁথার জমিন’ সিনেমায় জয়া অভিনয় করেছেন অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে। আকরাম খানের পরিচালনায় এই চলচ্চিত্রে তাকে দেখা গেছে এক গভীর, বহুমাত্রিক চরিত্রে। সিনেমাটিতে তার বোনের চরিত্রে অভিনয় করেছেন সেঁওতি, এবং দুই ভাইয়ের চরিত্রে ছিলেন ইরেশ যাকের ও রওনক হাসান। এছাড়াও দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতিকে দেখা গেছে গুরুত্বপূর্ণ চরিত্রে।

জয়া আহসান নিজের অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন এবং দর্শনের মাধ্যমে বারবার প্রমাণ করেছেন, জীবনের আসল সৌন্দর্য খুঁজে পাওয়া যায় নিজের মতো করে পথ চলায়।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১