বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের মাধ্যমে দেশের ৮০ শতাংশ রাজনৈতিক সংস্কার ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন কেবলমাত্র নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রয়োজন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনাসভায় তিনি এই মন্তব্য করেন।
হাফিজ উদ্দিন বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এর মধ্যেই ভারত তার ভিসার মেয়াদ বাড়িয়েছে। এটি বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অস্থিতিশীল করার উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, দেশে একটি “কিংস পার্টি” গঠনের চেষ্টা চলছে, যার মাধ্যমে আওয়ামী লীগের দুর্বৃত্তদের পুনরায় সক্রিয় করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে তিনি মনে করেন, এ ধরনের উদ্যোগের ভবিষ্যৎ ভালো হবে না।
এসময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামও আলোচনায় অংশ নেন। তিনি বলেন, দেশে এখনও “মাইনাস টু ফর্মুলা” চালু রয়েছে। তার মতে, বিএনপি মাইনাস হলে ভারত তার ইচ্ছামতো বাংলাদেশের রাজনীতি পরিচালনা করবে।
বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং নির্বাচনী ব্যবস্থার সংস্কারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :