সর্বশেষ :

শীতে চোখে অ্যালার্জির কারণ ও প্রতিকার


অনলাইন ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৫ । ১১:২২ পূর্বাহ্ণ
শীতে চোখে অ্যালার্জির কারণ ও প্রতিকার
সংগৃহীত ছবি

শীতে চোখে অস্বস্তি, চুলকানি, লালচে ভাব বা জল পড়ার সমস্যা অনেকেরই হয়। এ সমস্যার পেছনে কেবল স্ক্রিনের সামনে বেশি সময় কাটানোই নয়, ঋতুকালীন অ্যালার্জিও অন্যতম কারণ। বিশেষজ্ঞদের মতে, শীতে বাতাসে ধূলিকণা, পোলেন এবং নানা ভাইরাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতা কমে যায়। এর ফলে চোখে অ্যালার্জিক কনজাংটিভাইটিসের প্রকোপ দেখা দেয়।

চক্ষু বিশেষজ্ঞ সুমিত চৌধুরী জানান, শীতে সর্দি-কাশি বা সংক্রমণ থেকেও চোখ লাল হতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি অ্যালার্জিজনিত। এ সমস্যা থেকে মুক্তি পেতে সাধারণ পানি দিয়ে চোখ ধোয়া যথেষ্ট নাও হতে পারে। তাই প্রয়োজন হতে পারে অ্যান্টি-অ্যালার্জি বা লুব্রিকেটিং আই ড্রপ ব্যবহারের।

শীতকালে অ্যালার্জির সম্ভাব্য কারণ:

১. শীতের সময় আগুন পোহানোর ধোঁয়া চোখে প্রবেশ করলে লালচে ভাব এবং পানিপড়া শুরু হতে পারে।
২. লোমশ পোষ্যের ত্বক থেকে মৃত কোষের ঝরে পড়া চোখের অ্যালার্জির কারণ হতে পারে।
৩. স্যাঁতসেঁতে আবহাওয়ায় ঘরের দেয়ালে ছত্রাক জমে, যা অ্যালার্জি সৃষ্টি করতে পারে।
৪. ধূলিকণা শীতে বাতাসে বেশি সক্রিয় থাকে, যা চোখের সংস্পর্শে সমস্যা তৈরি করে।
৫. উলের পোশাক থেকেও অনেক সময় অ্যালার্জি হতে পারে, যা ত্বক থেকে চোখে ছড়ায়।

প্রতিকার:

  • চোখের অ্যালার্জি হলে স্ক্রিন টাইম কমানোর পাশাপাশি ধুলাবালি এড়াতে চশমা পরুন।
  • নিয়মিত চোখ পরিষ্কার রাখুন।
  • চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টি-অ্যালার্জি ড্রপ ব্যবহার করুন।
  • ঘর পরিষ্কার রাখুন এবং স্যাঁতসেঁতে জায়গা এড়িয়ে চলুন।
  • উল বা লোমশ পোষ্যের সংস্পর্শে এলে সতর্ক থাকুন।

শীতে অ্যালার্জি থেকে চোখ রক্ষা করতে এ বিষয়গুলো মেনে চলা জরুরি। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১