চলতি বিপিএলের ১৩তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করে ফরচুন বরিশাল। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে বরিশাল ১৯৭ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয় রংপুরের সামনে।
তামিম ইকবাল ও সাইফ হাসানের উদ্বোধনী জুটিতে পাওয়ার প্লেতে ৪৬ রান তুলতে সক্ষম হয় বরিশাল। তবে ফিফটি করতে পারেননি কেউই। তামিম ৩৪ বলে ৪০ এবং শান্ত ৩০ বলে ৪১ রান করে আউট হন। এরপর কাইল মায়ার্স ও তাওহীদ হৃদয়ের ব্যাটিং ঝড়ে রানের গতি বাড়ে। হৃদয় ১৮ বলে ২৩ রান করে বাউন্ডারি লাইনে ক্যাচ হন।
অন্যদিকে, মায়ার্স ছিলেন একেবারে দুর্দান্ত। ২৭ বলে ফিফটি পূরণ করে শেষ পর্যন্ত ২৯ বলে অপরাজিত ৬০ রান করেন তিনি। ফাহিম আশরাফ এসে ৬ বলে ২০ রান করে রানের চাপ ধরে রাখেন, যদিও রান আউট হয়ে ফিরে যান।
রংপুরের বোলারদের মধ্যে কামরুল হাসান ছিলেন সবচেয়ে সফল। তিনি ২ উইকেট শিকার করেন, আর আকিভ জাভেদ ও সাইফউদ্দিন একটি করে উইকেট নেন। তবে মায়ার্সের বিধ্বংসী ইনিংসে রংপুরের বোলিং আক্রমণ পর্যুদস্ত হয়।
বরিশালের দেওয়া ১৯৮ রানের লক্ষ্য পেরোতে হলে রংপুরকে খেলতে হবে অসাধারণ ক্রিকেট।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :