সর্বশেষ :

বিভক্তির রাজনীতি পরিহারের আহ্বান মির্জা ফখরুলের


অনলাইন ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৫ । ৫:১০ অপরাহ্ণ
বিভক্তির রাজনীতি পরিহারের আহ্বান মির্জা ফখরুলের
সংগৃহীত ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভক্তির রাজনীতি না করে ঐক্যের মাধ্যমে দেশকে স্থিতিশীল করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে “রাজবন্দীর জবানবন্দি” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, “শেখ হাসিনার দেশত্যাগের পর আমরা নিজেদের মধ্যে ঐক্যের জায়গা ধরে রাখতে পারিনি। এর বদলে অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য। ক্ষমতায় টিকে থাকতে হলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। বিভক্তি এই প্রক্রিয়াকে ব্যাহত করছে।”

তিনি আরও বলেন, “সংস্কারের কথা বলা হচ্ছে, অথচ প্রকৃত সংস্কার বিএনপিই প্রথম শুরু করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফাই দেশের বড় সংস্কার। তিনি বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা এবং মুক্তবাজার অর্থনীতির সূচনা করেছেন। কিন্তু বর্তমান বুদ্ধিজীবীরা এসবকে সামনে আনতে ব্যর্থ হচ্ছেন।”

কাতারের আমির ও ব্রিটিশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “কাতারের আমির খালেদা জিয়ার চিকিৎসার জন্য কোনো পারিশ্রমিক ছাড়া এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। ব্রিটিশ সরকার তার বিদেশ যাত্রার ব্যাপারে সহযোগিতা করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।”

বইটির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “খালেদা জিয়ার জবানবন্দি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কেবল একটি জবানবন্দি নয়, এটি দিকনির্দেশনা এবং সর্বশ্রেষ্ঠ রাজনীতি। আমাদের উচিত বারবার এই জবানবন্দি পড়া।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক শফিক রেহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জমিউল্লাহ, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, কৃষকদল নেত্রী মাহমুদা হাবিবা, কামরুজ্জামান প্রমুখ।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১