সর্বশেষ :

প্রতিশোধের মঞ্চে টস হেরে আগে ব্যাটিংয়ে ফরচুন বরিশাল


অনলাইন ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৫ । ৪:৫১ অপরাহ্ণ
প্রতিশোধের মঞ্চে টস হেরে আগে ব্যাটিংয়ে ফরচুন বরিশাল
সংগৃহীত ছবি

চলতি বিপিএলে প্রথম দেখায় রংপুর রাইডার্সের বিপক্ষে বড় পরাজয়ের স্মৃতি নিয়ে মাঠে নেমেছে ফরচুন বরিশাল। সেই হারের জবাব দিতে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সিলেটে আবারও মুখোমুখি হয়েছে সোহান-মাহেদীদের রংপুর এবং তামিম-মুশফিকদের বরিশাল।

টস জিতে রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান বরিশালকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন। প্রতিশোধের মঞ্চে বরিশাল তাদের পূর্বের একাদশ অপরিবর্তিত রেখেছে। অন্যদিকে, রংপুর দলে একটি পরিবর্তন এনে আজিজুল হক তামিমের জায়গায় অন্তর্ভুক্ত করেছে তৌফিক খান তুষারকে।

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও জাহানাব খান।

রংপুর রাইডার্স একাদশ: অ্যালেক্স হেলস, তৌফিক খান তুষার, নুরুল হাসান সোহান (অধিনায়ক), খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, শেখ মাহেদী, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম, নাহিদ রানা ও আকিভ জাভেদ।

এই ম্যাচে দুই দলই নিজেদের সেরা ফর্মে থাকার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। প্রতিপক্ষের বিপক্ষে জয় পেতে বরিশাল ও রংপুর উভয়ই লড়াইয়ে প্রস্তুত।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১