সর্বশেষ :

নেইমার: ২০২৬ বিশ্বকাপই শেষ, দেড় বছরে ঘুরে দাঁড়ানোর আশা


অনলাইন ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৫ । ৪:২২ অপরাহ্ণ
নেইমার: ২০২৬ বিশ্বকাপই শেষ, দেড় বছরে ঘুরে দাঁড়ানোর আশা
সংগৃহীত ছবি

দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র আসন্ন ২০২৬ বিশ্বকাপকে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ হিসেবে ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এটাই হতে যাচ্ছে আমার শেষ বিশ্বকাপ। বলতে পারেন, এটি আমার শেষ সুযোগ। এই আসরে খেলার জন্য সব রকমের চেষ্টাই করব।”

ব্রাজিল দল বর্তমানে বিশ্বকাপ বাছাইপর্বে কঠিন সময় পার করছে। ১২ রাউন্ড শেষে ১০ দলের মধ্যে পাঁচ নম্বরে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শীর্ষ ৬ দলের মধ্যে থাকা দলগুলোই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। এমন অবস্থায় নেইমার তার দলের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “আমার দলের ওপর এবং নতুন উঠে আসা খেলোয়াড়দের ওপর আমি অনেক ভরসা করি। তবে যেখানে আমরা আছি, সেখানে থাকার মতো নয়।”

নেইমার আরও বলেন, “আমাদের হাতে দেড় বছরের মতো সময় রয়েছে। সবাই মিলে সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করলে বড় কিছু অর্জন সম্ভব। বিশ্বকাপে যাওয়ার জন্য এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে।”

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুর ইনজুরিতে পড়েন নেইমার। এরপর থেকে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। গত অক্টোবরে অল্প সময়ের জন্য মাঠে ফিরলেও নতুন করে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। তবুও দ্রুত মাঠে ফিরতে মরিয়া নেইমার, কারণ ২০২৬ বিশ্বকাপের জন্য নিজেকে শতভাগ প্রস্তুত করতে চান তিনি।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১