সর্বশেষ :

ছাত্রদের দাবির সময়সীমা মানা সম্ভব নয়: উপদেষ্টা মাহফুজ


অনলাইন ডেস্ক
জানুয়ারি ৯, ২০২৫ । ৭:৩৬ অপরাহ্ণ
ছাত্রদের দাবির সময়সীমা মানা সম্ভব নয়: উপদেষ্টা মাহফুজ
সংগৃহীত ছবি

ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রদান সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, দীর্ঘসূত্রিতা না করে অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “যারা গণ-অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার সরাসরি ঘোষণাপত্র দেবে না। বরং সকল পক্ষের ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্র সম্পাদনা করা হবে। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে অগ্রগতি আশা করা যাচ্ছে।”

তিনি আরও বলেন, “সংবিধানের প্রশ্নে একমাত্র করণীয় হলো ঐক্য। রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বোঝা যাবে, তারা কতটুকু সংস্কার চান। সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার পরই কার্যক্রম শুরু হবে। ঐক্যমতে পৌঁছানোই প্রধান লক্ষ্য, কারণ সেটি না হলে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।”

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, “বর্তমান প্রশাসকের মাধ্যমে সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। জনগণ নাগরিক সেবা পাচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচন হলে সেবা প্রদান সহজতর হবে।”

জাতীয় নির্বাচন বিষয়ে তিনি বলেন, “নির্বাচন সংক্রান্ত সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। এ আলোচনা শেষ হলেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা সম্ভব হবে।”

উল্লেখ্য, ছাত্র ও গণ-অভ্যুত্থানে সক্রিয় বিভিন্ন পক্ষ ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবি জানিয়ে আসছে। তবে সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সুষ্ঠু আলোচনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১