কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব এনএস” (আইইউসানস) এর উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ভবনের ১১৬ নম্বর কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাজ্জাতুল্লাহ শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক এবং শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহিদ কাউসার, মো. সাইফুল্লাহ আল হাদী, মো. নিয়াজ মাখদুম, মো. ইমরান মাহমুদ এবং নাহিদ হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুবায়ের আহমাদ ও মো. শামীম হাওলাদার।
প্রধান অতিথি অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্রদের আত্মবিশ্বাস ও মেধার বিকাশে কাজ করতে হবে। তারা যেন শুধু নিজেদের উন্নতিই নয়, সমাজ পরিবর্তনেও ভূমিকা রাখতে পারে।”
সাবেক আইইউসানস সদস্য এবং ইবি সহ-সমন্বয়ক নাহিদ হাসান তার বক্তব্যে বলেন, “মাদ্রাসার শিক্ষার্থীদের ইসলামি জ্ঞানের পাশাপাশি আধুনিক দুনিয়াবী জ্ঞান অর্জন করতে হবে। এ দুটি জ্ঞানের সমন্বয়ে সমাজের জন্য কার্যকর ভূমিকা রাখা সম্ভব।”
সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ বলেন, “আইইউসানসের সদস্যরা সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সংগঠনের প্রতি ভালোবাসা রেখে প্রতিটি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য সবাইকে আহ্বান জানাই।”
উল্লেখ্য, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠনটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রদের প্রতিনিধিত্ব করে। সংগঠনটি মেধা ও নেতৃত্ব বিকাশে কার্যক্রম পরিচালনা করছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :