সর্বশেষ :

ফ্রিজ, এসি ও মোটরবাইক উৎপাদনে আয়কর দ্বিগুণ করেছে সরকার


অনলাইন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫ । ১:৫৭ অপরাহ্ণ
ফ্রিজ, এসি ও মোটরবাইক উৎপাদনে আয়কর দ্বিগুণ করেছে সরকার
সংগৃহীত ছবি

ফ্রিজ, এয়ারকন্ডিশনার, মোটরসাইকেল, কম্প্রেসর ও তাদের খুচরা যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর আয়ের ওপর কর হার দ্বিগুণ করে ২০ শতাংশ নির্ধারণ করেছে সরকার।

বুধবার (৮ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যেসব শিল্প প্রতিষ্ঠান খুচরা যন্ত্রাংশসহ পূর্ণাঙ্গ ফ্রিজ, এয়ারকন্ডিশনার, মোটরসাইকেল, এবং কম্প্রেসর তৈরির সক্ষমতা রাখে, তাদের কেবল এই ব্যবসা থেকে অর্জিত আয়ের ওপর এ কর প্রযোজ্য হবে। এর আগে এই শিল্পগুলোর আয়ের ওপর ১০ শতাংশ কর নির্ধারিত ছিল।

এনবিআরের প্রজ্ঞাপনে বেশকিছু শর্তও আরোপ করা হয়েছে, যার মধ্যে রয়েছে:

কোম্পানিটি অবশ্যই কোম্পানি আইন, ১৯৯৪ এর অধীনে নিবন্ধিত হতে হবে। আয়কর আইন, ২০২৩ এর নির্ধারিত ধারা পরিপালন করতে হবে। নিজস্ব মোল্ড ও ডাইস তৈরির ক্ষমতা এবং সক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট থাকতে হবে। পলি ইউরিথিন ফোমিং প্ল্যান্ট এবং পাউডার কোটিং প্ল্যান্ট থাকা আবশ্যক। প্রতিষ্ঠানটি এনবিআরের অনুমোদনপ্রাপ্ত হতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যদি কোনো প্রতিষ্ঠান এই শর্তগুলো পরিপালনে ব্যর্থ হয়, তবে এনবিআর তাদের অনুমোদন প্রত্যাহার করতে পারে।

বর্তমানে এসব প্রতিষ্ঠান তাদের আয়ের ওপর ১০ শতাংশ আয়কর এবং আমদানিকৃত যন্ত্রপাতি ও উপকরণের ওপর ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) প্রদান করে আসছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কর হার দ্বিগুণ হওয়ায় প্রতিষ্ঠানগুলোর ব্যয় বৃদ্ধি পাবে।

সরকারি এই সিদ্ধান্ত ২০৩২ সাল পর্যন্ত বলবৎ থাকার কথা। এতে করে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা থাকলেও শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন ব্যয় বাড়ার আশঙ্কা করছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১