সর্বশেষ :

নুসরাত জাহানের জীবনে বিতর্কের দোলাচল, এক যুগের চলচ্চিত্র পথচলা


অনলাইন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫ । ৫:১২ অপরাহ্ণ
নুসরাত জাহানের জীবনে বিতর্কের দোলাচল, এক যুগের চলচ্চিত্র পথচলা
সংগৃহীত ছবি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য নুসরাত জাহানের জীবন যেন বিতর্কের সমার্থক। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক কর্মকাণ্ড—সব ক্ষেত্রেই তিনি বারবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তবুও চলচ্চিত্রে অভিনয়ের এক যুগ পার করেছেন এই অভিনেত্রী।

১৯৯০ সালের ৮ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন নুসরাত জাহান। ২০১০ সালে ‘ফেয়ার ওয়ান মিস কলকাতা’ প্রতিযোগিতার মাধ্যমে তিনি শোবিজ জগতে পা রাখেন। এরপর ২০১১ সালে রাজ চক্রবর্তীর ‘শত্রু’ সিনেমায় জিতের বিপরীতে অভিনয়ের মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে তার। এ সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়।

এরপর ‘খোকা ৪২০’, ‘খিলাড়ি’, ‘জামাই ৪২০’, ‘লাভ এক্সপ্রেস’, ‘আমি যে তোমার’-এর মতো বাণিজ্যিক সিনেমায় কাজ করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান নুসরাত। পাশাপাশি ‘হর হর ব্যোমকেশ’, ‘জুলফিকার’, এবং ‘ডিকশনারি’র মতো ভিন্নধারার সিনেমাতেও নিজের দক্ষতার পরিচয় দেন।

তবে, তার ব্যক্তিজীবনের বিতর্ক তার ক্যারিয়ারের গতিকে বাধাগ্রস্ত করেছে। প্রেম, বিয়ে ও সম্পর্ক নিয়ে নানা সময়ে সমালোচিত হয়েছেন তিনি। ২০১৯ সালে রাজনীতিতে প্রবেশের পর বিতর্ক আরও বেড়ে যায়। লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হন নুসরাত, কিন্তু এই নতুন পরিচয় তার জন্য নতুন জটিলতা বয়ে আনে।

ব্যক্তিগত জীবনে নুসরাতের সম্পর্ক নিয়ে চর্চা প্রায়ই শিরোনাম হয়। ২০১৯ সালে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও পরে জানান যে এটি বৈধ বিয়ে ছিল না। পরে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তার সম্পর্ক এবং সন্তানের পিতৃত্ব নিয়েও আলোচনার ঝড় ওঠে।

রাজনৈতিক ক্ষেত্রেও বিতর্ক পিছু ছাড়েনি তাকে। ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা মামলায় তার নাম জড়ানো নিয়ে ব্যাপক সমালোচনা হয়, যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

অভিনয়ের এক যুগ পার করলেও নুসরাতের ক্যারিয়ার বিতর্ক ও সমালোচনার দোলাচলে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ, ৮ জানুয়ারি, তার জন্মদিনে ভক্তরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১