সর্বশেষ :

নতুন বছরে জেমসের গান ও প্রত্যাশা


অনলাইন ডেস্ক
জানুয়ারি ৮, ২০২৫ । ১০:৩৭ পূর্বাহ্ণ
নতুন বছরে জেমসের গান ও প্রত্যাশা
সংগৃহীত ছবি

জনপ্রিয় ব্যান্ড তারকা নগরবাউল খ্যাত মাহফুজ আনাম জেমস বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। গত বছরের শেষ প্রান্তে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে দর্শকদের মাতান তিনি। একই বছর প্রথমবার সৌদি আরবে কনসার্ট করে সংগীতপ্রেমীদের মন জয় করেন। সারাবছর বিশ্বজুড়ে কনসার্টে অংশ নিয়ে ভক্তদের মনোরঞ্জন করেছেন এই তারকা। নতুন বছরেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা করেছেন জেমস।

২০২৫ সালের শুরুতেই স্টেজ শো দিয়ে নতুন বছরকে স্বাগত জানান তিনি। সিলেটের এক বিশেষ আয়োজনে ৩১ ডিসেম্বর রাতভর গান পরিবেশন করেন। জেমসের মুখপাত্র রবিন ঠাকুর জানান, নতুন বছরেও এই শিল্পীর ব্যস্ত সময় কাটবে গানের মধ্য দিয়ে। তিনি বলেন, “স্টেজ শো দিয়েই এবার নতুন বছর শুরু করেছি। নগরবাউলের এই গানের যাত্রা পুরো বছরজুড়েই চলবে। আমরা নতুন বছরে একটি সমৃদ্ধ ও সংস্কৃতিবান্ধব বাংলাদেশের প্রত্যাশা করি।”

নতুন বছর উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে জেমস বলেন, “ভক্তরা আমার প্রাণ। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা অসীম। সবার জন্য রইলো আমার ভালোবাসা ও শুভেচ্ছা।”

নিজের কর্মপরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “গত বছর দেশ এবং দেশের বাইরে অনেক কনসার্টে অংশ নিয়েছি। বিশেষ করে সৌদি আরবে কনসার্ট ছিল আমার জন্য বিশেষ কিছু। এই বছরও দেশ ও দেশের বাইরে আরও বেশি কনসার্ট করার ইচ্ছা রয়েছে।”

সংস্কৃতির প্রসারে নতুন বাংলাদেশের প্রত্যাশা জানিয়ে জেমস বলেন, “গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের দেশে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। আমরা চাই, এই বছর হোক গানের বছর। আমাদের গান ও সংস্কৃতি ছড়িয়ে পড়ুক সারা পৃথিবীতে।”

অতীতে নতুন গানের প্রকাশ না থাকলেও চলতি বছর নতুন গান নিয়ে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন এই সংগীতশিল্পী। ভক্তদের জন্য নতুন সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১