সর্বশেষ :

তিতুমীর কলেজের মূল ফটকে ঝুলছে বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার


অনলাইন ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৫ । ১:৪৪ অপরাহ্ণ
তিতুমীর কলেজের মূল ফটকে ঝুলছে বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার
সংগৃহীত ছবি

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কলেজের মূল ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার ঝুলিয়ে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে এই উদ্যোগ নেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, “তিতুমীর কলেজের বিশাল অবকাঠামো, ব্যবস্থাপনা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য যথেষ্ট। তবে দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলে শিক্ষার মান উন্নত হবে এবং উচ্চশিক্ষার সুযোগ বাড়বে।”

সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। মহাখালী-আমতলী সড়ক প্রদক্ষিণ শেষে মূল ফটকের সামনে অবস্থান নেন তারা। এ সময় শিক্ষার্থীরা ভেতরে ও বাইরে থাকা নামফলকের ওপর ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ লেখা ব্যানার টাঙিয়ে দেন।

শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি দ্বিচারিতার অভিযোগ এনে বলেন, “সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে, যা তিতুমীর কলেজের জন্য গ্রহণযোগ্য নয়। আমরা দ্রুত সময়ের মধ্যে দাবি আদায় দেখতে চাই, নতুবা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।”

শিক্ষার্থীরা জানিয়েছেন, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তারা শিগগিরই সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

জানা যায়, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হলেও এখনও কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। এ অবস্থায় পুনরায় বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবিতে আন্দোলন করে আসছেন। এর আগেও তারা তিন দফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে প্রতিবাদ জানিয়েছিলেন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১