নতুন বছরের শুরুতেই সবার আলোচনায় এসেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। তার ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার পাশাপাশি তিনি আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর তাহসানের নতুন জীবন শুরু হয়েছে রোজা আহমেদের সঙ্গে। ৪ জানুয়ারি শনিবার, ভোর বেলায় সোশ্যাল মিডিয়ায় তাহসান ও রোজার বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয়, যা নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলে।
ওইদিন সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। তাহসান নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রোজার সঙ্গে একটি ছবি পোস্ট করেন, যেখানে তারা একই রঙের পোশাক পরেছেন। ছবিতে রোজার হাতে মেহেদি শোভা পাচ্ছে, আর তাহসান পাঞ্জাবি পরে আছেন। ছবিটি প্রকাশের পরেই নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেন।
এদিকে, বিয়ের দুদিন পর, ৭ জানুয়ারি সকাল ৮টা ৫৫ মিনিটে তাহসান ও রোজা মালদ্বীপের উদ্দেশে রওনা হন। তিন-চার দিন তারা সেখানে মধুচন্দ্রিমা উদযাপন করবেন। তাহসানের জন্য এ বছর আরও একটি সুখবর রয়েছে— তিনি তার নতুন গান ‘একা ঘর আমার’ প্রকাশ করেছেন। গানের কথা ও সুর নিজেই করেছেন তিনি এবং এতে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। ৬ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় গানের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে তাহসান উপস্থিত ছিলেন।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :