সর্বশেষ :

তাহসানের পর মিথিলার নতুন যাত্রার ঘোষণা


অনলাইন ডেস্ক
জানুয়ারি ৭, ২০২৫ । ১:২০ অপরাহ্ণ
তাহসানের পর মিথিলার নতুন যাত্রার ঘোষণা
সংগৃহীত ছবি

নতুন বছরের শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন গায়ক ও অভিনেতা তাহসান খান। অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ায় ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। ৪ জানুয়ারি ভোর থেকেই তাহসানের বিয়ের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে।

তাহসানের নতুন জীবন শুরু করার খবরের মধ্যেই এবার সামনে এলো তার সাবেক স্ত্রী মিথিলার পেশাগত অর্জনের সুখবর। জনপ্রিয় কোরিয়ান নাটক ‘ডেসেন্ড্যান্টস অব দ্য সান (ডটস)’-এর বাংলা ডাবিংয়ে যুক্ত হয়েছেন মিথিলা। যদিও এতে তাকে অভিনয়ে দেখা যাবে না, তবে সিরিজটির গুরুত্বপূর্ণ চরিত্র ড. ইউন মিউং জু’র বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন তিনি।

মিথিলা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘কাজটির ব্যাপারে আমি সম্মতি দিয়েছি। এটি আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা হবে। এর আগে নিজের চরিত্রে ডাবিং করেছি, তবে অন্য কারও চরিত্রে ডাবিং করিনি।’ বর্তমানে দেশের বাইরে অবস্থান করলেও দেশে ফিরে কাজটি শুরু করবেন বলে জানান তিনি।

‘ডেসেন্ড্যান্টস অব দ্য সান’-এর বাংলা ডাবিংয়ের দায়িত্বে রয়েছেন খালিদ হোসেন অভি, যিনি এর আগে বেশ কয়েকটি জনপ্রিয় কোরিয়ান ড্রামার ডাবিং প্রযোজনা করেছেন। অভি জানান, মিথিলা এই ডাবিংয়ে উগ্র ও শক্তিশালী চরিত্র ড. ইউন মিউং জু’র আবেগ ও বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে কাজ করবেন।

মিথিলা আরও বলেন, ‘ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করাটা মোটেও সহজ নয়। এখানে শুধু সংলাপ বললেই হয় না। চরিত্রের ইমোশন ও বৈশিষ্ট্য কণ্ঠের মাধ্যমে প্রকাশ করতে হয়। এটি একধরনের চ্যালেঞ্জ।’

এই ডাবিং প্রজেক্টের মাধ্যমে মিথিলার নতুন অভিজ্ঞতা যেমন হবে, তেমনি বাংলা ভাষায় কোরিয়ান নাটক উপভোগ করার সুযোগ পাবেন দর্শকেরা।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১