৮২তম গোল্ডেন গ্লোব পুরস্কার: সেরাদের তালিকা
অনলাইন ডেস্ক
জানুয়ারি ৬, ২০২৫ । ৪:২০ অপরাহ্ণ
ফলো করুন-
সংগৃহীত ছবি
বিশ্ববিখ্যাত চলচ্চিত্র ও টেলিভিশনের সম্মানসূচক পুরস্কার ‘গোল্ডেন গ্লোব’-এর ৮২তম আসর অনুষ্ঠিত হলো সোমবার (৬ জানুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে। বরাবরের মতোই জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সেরার সম্মান। এ বছরের আসরে যৌথভাবে সর্বোচ্চ চারটি করে পুরস্কার জিতেছে চলচ্চিত্র এমিলিয়া পেরেজ এবং টেলিভিশন সিরিজ শোগুন।
চলুন একনজরে দেখে নিই এবারের গোল্ডেন গ্লোবের গুরুত্বপূর্ণ পুরস্কার বিজয়ীদের তালিকা—
চলচ্চিত্র বিভাগ
- সেরা মোশন পিকচার (ড্রামা): দ্য ব্রুটালিস্ট
- সেরা মোশন পিকচার (মিউজিক্যাল বা কমেডি): এমিলিয়া পেরেজ
- সেরা মোশন পিকচার (নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ): এমিলিয়া পেরেজ
- সেরা পরিচালক (মোশন পিকচার): ব্রেডি কর্বেট (দ্য ব্রুটালিস্ট)
- সেরা অভিনেত্রী (ড্রামা): ফার্নান্ডা টরেস (আই এম স্টিল হিয়ার)
- সেরা অভিনেতা (ড্রামা): অ্যাড্রিয়ান ব্রোডি (দ্য ব্রুটালিস্ট)
- সেরা অভিনেত্রী (মিউজিক্যাল বা কমেডি): ডেমি মুর (দ্য সাবটেন্স)
- সেরা অভিনেতা (মিউজিক্যাল বা কমেডি): সেবেস্টিয়ান স্টেন (এ ডিফারেন্ট ম্যান)
- সেরা স্ক্রিনপ্লে: পিটার স্ট্রোঘন (কনক্লেভ)
- সেরা অরিজিনাল স্কোর: ট্রেন্ট রেজনার এবং অ্যাটিকস রস (চ্যালেঞ্জার্স)
- সেরা অরিজিনাল গান: ‘এল মাল’ (এমিলিয়া পেরেজ)
টেলিভিশন বিভাগ
- সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা): শোগুন
- সেরা টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল বা কমেডি): হ্যাকস
- সেরা লিমিটেড সিরিজ: বেবি রেইনডিয়ার
- সেরা অভিনেত্রী (ড্রামা): অন্না সাওই (শোগুন)
- সেরা অভিনেতা (ড্রামা): হিরোইউকি সানাদা (শোগুন)
- সেরা অভিনেত্রী (মিউজিক্যাল বা কমেডি): জিন স্মার্ট (হ্যাকস)
- সেরা অভিনেতা (মিউজিক্যাল বা কমেডি): জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)
বিশেষ উল্লেখ
এই আসরে আরও পুরস্কার পেয়েছেন জডি ফোস্টার (ট্রু ডিটেক্টিভ: নাইট কান্ট্রি), কলিন ফেরেল (দ্য পেঙ্গুইন), জেসিকা গানিং (বেবি রেইনডিয়ার), এবং তাদানোবু আসানো (শোগুন)।
এবারের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কিন স্ট্যান্ড-আপ কমেডিয়ান, অভিনেত্রী ও উপস্থাপিকা নিকি গ্লেজার। গোল্ডেন গ্লোবের ইতিহাসে এই প্রথম কোনো নারী এককভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন।
উৎসবমুখর পরিবেশ ও স্মরণীয় পারফরম্যান্সের মধ্য দিয়ে শেষ হলো ৮২তম গোল্ডেন গ্লোবের আসর।
আপনার মতামত লিখুন :