জাতীয় দলে এক সময়ের সম্ভাবনাময় ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত বিপিএলের চলতি আসরে দলে জায়গা পেয়েছেন। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর জাতীয় দলের বাইরে চলে যান এই অলরাউন্ডার। বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে অবিক্রিত থাকা মোসাদ্দেক অবশেষে ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন।
ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে সোমবার (৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ইনজুরির কারণে আসিফ হোসেনের জায়গায় মোসাদ্দেক দলে যোগ দিয়েছেন। যদিও জাতীয় দলের বাইরে থাকলেও খেলার জন্য মোসাদ্দেকের অবস্থান ছিল নিশ্চিত। ২০২৪ সালে পাকিস্তানে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজে অংশ নেওয়া এই অলরাউন্ডার বিপিএলের আগের জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতেও অংশগ্রহণ করেছিলেন।
ঢাকা ক্যাপিটালসের এই নতুন মেম্বার বিপিএলে এবারও তার অফ স্পিন বোলিং ও মিডল অর্ডারে ব্যাটিং দিয়ে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে। ঢাকার বর্তমান পারফরম্যান্স কিছুটা অসন্তোষজনক হলেও, মোসাদ্দেকের অভিজ্ঞতা তাদের শক্তি বাড়াতে সাহায্য করতে পারে। প্রথম পর্বে তিনটি হার নিয়ে দলটি পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে এবং আগামীকাল রংপুর রাইডার্সের বিরুদ্ধে তাদের ম্যাচ রয়েছে।
মোসাদ্দেকের ১৫৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা এবং তার ২১০৮ রান ও ৬৪ উইকেটের রেকর্ড বিপিএলে তার আরও সফল হতে সহায়ক হতে পারে।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :