সর্বশেষ :

সিলেটে কি বজায় থাকবে মিরপুরের রান উৎসব?


অনলাইন ডেস্ক
জানুয়ারি ৫, ২০২৫ । ১১:২৬ পূর্বাহ্ণ
সিলেটে কি বজায় থাকবে মিরপুরের রান উৎসব?
সংগৃহীত ছবি

ঢাকার মিরপুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে রানের যে উৎসব দেখা গেছে, তা নজর কেড়েছে সবার। অতীতে মিরপুরের উইকেট নিয়ে সবসময় সমালোচনা থাকলেও এবার ভিন্ন চিত্র দেখা গেছে। মন্থর উইকেটে গত আসরের তুলনায় আরও বেশি রান উঠেছে। ঢাকার প্রথম পর্বে আট ম্যাচে ২৬৪৮ রান হয়েছে, ইনিংসপ্রতি গড় ১৬৫.৫। এটি আগের দুই আসরের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি।

দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। টিকিটের জন্য হাহাকার, এমনকি বুথে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে। গ্যালারি পূর্ণ ছিল উল্লাসমুখর দর্শকে। বিশেষ করে স্থানীয় খেলোয়াড়রা তাদের পারফরম্যান্সে নতুন প্রাণ যোগ করেছেন। পেসার তাসকিন আহমেদ তিন ম্যাচে ১২ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন, যার মধ্যে একটি ম্যাচে তিনি বিপিএলের ইতিহাসের সর্বোচ্চ সাত উইকেট নিয়েছেন। স্পিনাররাও ছিলেন কার্যকর। খুলনার মেহেদী হাসান মিরাজ ওভারপ্রতি মাত্র চার রান দিয়ে সেরা কৃপণ বোলার হিসেবে নিজের স্থান নিশ্চিত করেছেন।

বিসিবি সভাপতি ফারুক আহমেদের তত্ত্বাবধানে কিউরেটররা উইকেটে পরিবর্তন এনেছেন, যা রানের এই উত্থানে বড় ভূমিকা রেখেছে। ঢাকার শেষ দিনে চিটাগং কিংসের উসমান খান ও ঢাকা ক্যাপিটালসের থিসারা পেরেরা সেঞ্চুরি করেছেন।

সিলেটে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ১২ ম্যাচের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বের সাফল্য ধরে রাখতে স্থানীয় খেলোয়াড়দের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। বিজয়, মাহিদুল ইসলাম, শামীম হোসেনদের মতো ব্যাটাররা যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারেন, তবে বাংলাদেশের ক্রিকেট লাভবান হবে। সিলেটের দর্শকরাও কি মিরপুরের মতো রান উৎসব দেখতে পাবেন, তা সময়ই বলে দেবে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১