মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ এবং ছাড়পত্র দেওয়ার নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
অভিযোগ অনুসারে, প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের কাছে নতুন বই দেওয়ার জন্য ১০০ টাকা করে এবং পঞ্চম শ্রেণি থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়ার জন্য ২০০ টাকা করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
অভিভাবকরা জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে করার নির্দেশ থাকলেও, এই বিদ্যালয়ে তা মানা হচ্ছে না। সরকারের বিনামূল্যে দেওয়া বই এবং ছাড়পত্র বিতরণেও টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন তারা।
নতুন বই পাওয়া এক শিক্ষার্থী জানায়, “বই দেওয়ার কথা বলে বুধবার আমাদের ডেকে নেওয়া হয়। এরপর স্যার ও ম্যাডাম আমাদের কাছ থেকে ১০০ টাকা করে নেন।”
আরেক অভিভাবক বলেন, “পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাড়পত্রের জন্য ২০০ টাকা করে নেওয়া হয়েছে।”
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম সিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, “বই এবং ছাড়পত্র দেওয়ার জন্য কোনও ধরনের টাকা নেওয়া হয়নি। যারা এ অভিযোগ করেছেন, তারা ভুল বলছেন।”
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মোমেন মিয়া বলেন, “নতুন বই এবং সনদ দেওয়ার নামে টাকা নেওয়া শিক্ষানীতির পরিপন্থী। যদি অভিযোগ প্রমাণিত হয়, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা বিষয়টি এড়িয়ে গেলেও, স্থানীয় অভিভাবকদের মধ্যে এই অভিযোগ নিয়ে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :