সর্বশেষ :

ইউটিউবের নতুন ‘প্লে সামথিং’ ফিচার: কীভাবে বদলে যাবে আপনার ভিডিও দেখার অভিজ্ঞতা?


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৪ । ২:২২ অপরাহ্ণ
ইউটিউবের নতুন ‘প্লে সামথিং’ ফিচার: কীভাবে বদলে যাবে আপনার ভিডিও দেখার অভিজ্ঞতা?
সংগৃহীত ছবি

বিশ্বব্যাপী ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউব এখনও শীর্ষস্থানে। ইউটিউবের জনপ্রিয়তা বজায় রাখতে গুগল বিভিন্ন নতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। এবার ইউটিউব নতুন এক বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে, যার নাম ‘প্লে সামথিং’।

এই ফিচারটি কীভাবে কাজ করবে? প্রযুক্তি বিষয়ক এক ওয়েবসাইটের প্রতিবেদনে জানা গেছে, ‘প্লে সামথিং’ বাটনটি একটি কালো-সাদা ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে। ইউজাররা যখন এই বাটনে ক্লিক করবেন, তখন শর্টস প্লেয়ার অথবা অন্যান্য কনটেন্টে কোনো একটি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। এই বাটনটি সাদা-কালো টেক্সটের মাধ্যমে প্রদর্শিত হবে এবং স্ক্রিনের ডানদিকে থাকবে। এছাড়া, এই ফিচারে লাইক, ডিসলাইক, কমেন্ট এবং শেয়ার বাটনও থাকবে। বর্তমানে, এই ফিচারটি শুধু মোবাইল ডিভাইসের জন্য পরীক্ষামূলকভাবে তৈরি করা হচ্ছে, তবে খুব শিগগিরই এটি উন্মুক্ত হতে পারে।

উল্লেখযোগ্য যে, ইউটিউব গত অক্টোবরেই ঘোষণা করেছিল যে, তারা নানা ধরনের নতুন ফিচার নিয়ে কাজ করছে। এর মধ্যে রয়েছে প্লে লিস্টের থাম্বনেইল পরিবর্তন, স্লিপ টাইমার এবং মিনি প্লেয়ার ডিজাইনের আধুনিকীকরণ। এবার তাদের তালিকায় যোগ হলো এই নতুন ‘প্লে সামথিং’ বাটন।

এদিকে, ইউটিউব নিজেদের প্ল্যাটফর্মে ক্লিকবেট কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে যাচ্ছে। সংস্থাটি জানিয়ে দিয়েছে, বিভ্রান্তিকর এবং মিথ্যা হেডলাইন ও থাম্বনেইল ব্যবহার করে দর্শকদের আকৃষ্ট করা হলে, সেই সব কনটেন্ট ভারতে সরিয়ে দেওয়া হবে। ইউটিউবের পক্ষ থেকে বলা হয়েছে, এমন কনটেন্টগুলো দর্শকদের জন্য হতাশাজনক হতে পারে, কারণ তা তাদের প্রত্যাশিত তথ্য দেয় না। এজন্য ইউটিউব এবার কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।

এই সব পরিবর্তন ভবিষ্যতে ইউটিউবের অভিজ্ঞতা ও নীতি পরিচালনায় বড় ধরনের পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১