সর্বশেষ :

ফিলিপাইনে ডিজিটাল রূপান্তরে অবদান রাখছে অরেঞ্জবিডি


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২৬, ২০২৪ । ৩:০৮ অপরাহ্ণ
ফিলিপাইনে ডিজিটাল রূপান্তরে অবদান রাখছে অরেঞ্জবিডি
সংগৃহীত ছবি

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড (অরেঞ্জবিডি) এবার আন্তর্জাতিক অঙ্গনে ফিলিপাইনের ডিজিটালাইজেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে। আগামী ২৩ জানুয়ারি ফিলিপাইনের স্থানীয় সরকার মন্ত্রী এবং ইউএনডিপির ফিলিপাইন প্রধান আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করবেন।

প্রতিষ্ঠানের পরিচালক ও সিইও আল-আশরাফুল কবীর জুয়েল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকার ধানমন্ডি ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান। তিনি জানান, অরেঞ্জবিডি ফিলিপাইন সরকারের বিভিন্ন ই-গভর্নেন্স প্রকল্পে প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করছে। ইতিমধ্যে দেশটির একটি রাজ্যে ১২৩টি পৌরসভার মধ্যে ২০টি পৌরসভায় নাগরিক ও ব্যবসা সংক্রান্ত ১৪টি সেবা ডিজিটালাইজড করা হয়েছে, যা আগামী দিনে পুরো রাজ্যে কার্যকর হবে।

অরেঞ্জবিডি ফিলিপাইনের রাষ্ট্রপতির অধীনে থাকা ন্যাশনাল ইকোনোমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটিতে প্রোগ্রাম ও প্রকল্প পর্যবেক্ষণ সিস্টেম তৈরি করছে। এ সিস্টেম ফিলিপাইন সরকারের প্রকল্পগুলোকে পর্যবেক্ষণ এবং ডাটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

এসময় সিইও আল-আশরাফুল কবীর জুয়েল বলেন, বাংলাদেশের সফটওয়্যার ব্যবহার আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের সম্মান বৃদ্ধি করবে, পাশাপাশি রেমিটেন্স প্রবাহে ভূমিকা রাখবে। তিনি বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, যা দেশের বাইরে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে নতুন বাজারে প্রবেশের সুযোগ তৈরি করেছে।

অরেঞ্জ বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড ২০০৫ সাল থেকে তথ্যপ্রযুক্তি খাতে দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও সফলভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিভিন্ন সরকারি সেবা ডিজিটালকরণে সহায়তা প্রদানসহ দেশের শীর্ষ গণমাধ্যমের অনলাইন সংস্করণের প্রযুক্তিগত সহযোগিতা করছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১