সর্বশেষ :

পৃথিবী থেকে ৪৮৯ আলোকবর্ষ দূরে নতুন সৌরজগতের সন্ধান, আছে ৩ সূর্য


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২৪ । ২:৪৪ অপরাহ্ণ
পৃথিবী থেকে ৪৮৯ আলোকবর্ষ দূরে নতুন সৌরজগতের সন্ধান, আছে ৩ সূর্য
সংগৃহীত ছবি

জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবী থেকে ৪৮৯ আলোকবর্ষ দূরে একটি নতুন সৌরজগত আবিষ্কার করেছেন, যা তিনটি সূর্য নিয়ে গঠিত। সৌরজগতটির নাম রাখা হয়েছে ‘জিজি টাও-এ’। এটি ভবিষ্যতে গ্রহ গঠনের জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানসমূহ ধারণ করছে। সৌরজগতটির উৎপত্তি হয়েছে আনুমানিক ৫০ লাখ বছর আগে এবং বর্তমানে এটি গ্রহ গঠনের প্রাথমিক পর্যায় অতিক্রম করছে।

ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (এনআইএসইআর)-এর একদল জ্যোতির্বিজ্ঞানী চিলির আতাকামা মরুভূমির উন্নত রেডিও টেলিস্কোপের সাহায্যে এই সৌরজগতের সন্ধান পেয়েছেন। তাদের গবেষণায় একটি বিশাল প্রোটোপ্ল্যানেটারি ডিস্কের অস্তিত্ব পাওয়া গেছে, যা সূর্য এবং গ্রহ গঠনের উপকরণ সরবরাহ করছে।

এছাড়া, তারা জানিয়েছেন যে, গ্যাস ও ধূলিকণার এই ঘূর্ণমান ডিস্কটি সৌরজগতটির নতুন নক্ষত্র এবং গ্রহ গঠনে সাহায্য করবে। গবেষকরা এই অঞ্চলের তাপমাত্রা মাইনাস ২৫৭.১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বলে ধারণা করছেন, যা সৌরজগতটির সবচেয়ে ঠান্ডা ও ঘন অঞ্চল থেকে পাওয়া আণবিক সংকেত থেকে জানা গেছে।

এনআইএসইআর-এর এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন লিটন মজুমদার, যিনি নাসার পরিদর্শনকারী বিজ্ঞানী হিসেবে কাজ করছেন। বর্তমানে সৌরজগতটির তত্ত্বাবধানে থাকা গবেষণা দল এই সৌরজগতের গ্রহ গঠনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত গবেষণা চালিয়ে যাচ্ছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১