৫৩ বছরে রাজনৈতিক সংস্কার না হওয়া নিয়ে প্রশ্ন তুললেন রিজওয়ানা


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৪ । ৩:৩৩ অপরাহ্ণ
৫৩ বছরে রাজনৈতিক সংস্কার না হওয়া নিয়ে প্রশ্ন তুললেন রিজওয়ানা
সংগৃহীত ছবি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক দলগুলোর মাধ্যমেই যদি সংস্কার সম্ভব হয়, তাহলে স্বাধীনতার ৫৩ বছরে তা এখনো কেন হয়নি?

তিনি বলেন, এই প্রশ্নের জবাব রাজনৈতিক দলগুলোকে দিতে হবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীতে আয়োজিত শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়িচালকদের পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।

শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকারের কার্যক্রম নিয়ে আশ্বাস দিয়ে রিজওয়ানা বলেন, “শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন দ্রুতই গেজেট আকারে প্রকাশ করা হবে। এটি কার্যকর হলে শব্দদূষণ মোকাবিলায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি হবে।”

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক কারণে দুদেশের সম্পর্কের মধ্যে যে টানাপড়েন তৈরি হয়েছিল, তা সমাধান করতে হয়েছে দুদেশের স্বার্থেই। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রয়াসে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ গণ-অভ্যুত্থানকে উপেক্ষা করা সম্ভব নয়।”

অনুষ্ঠানে তিনি পরিবেশ সচেতনতা ও আইন প্রণয়নের পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপটের উন্নয়নেও গুরুত্বারোপ করেন এবং সকল মহলকে এগিয়ে আসার আহ্বান জানান।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১