সর্বশেষ :

সুপারস্টার আল্লু অর্জুন গ্রেফতার


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৪ । ৬:১৫ অপরাহ্ণ
সুপারস্টার আল্লু অর্জুন গ্রেফতার
সংগৃহীত ছবি

দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ। শুক্রবার (১৩ ডিসেম্বর) এই খবর প্রকাশ্যে আসতেই দক্ষিণী সিনেমা জগতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

দিনকয়েক আগে “পুষ্পা ২” ছবির প্রিমিয়ারে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার সূত্র ধরে এই গ্রেফতারি। ৪ ডিসেম্বর হায়দরাবাদের এক থিয়েটারে ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে আল্লু অর্জুনকে দেখতে ভিড় জমায় অনুরাগীরা। অতিরিক্ত ভিড়ের ফলে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলা অনুরাগীর। আহত হন আরও অনেকে।

মর্মান্তিক এই ঘটনার পর আল্লু অর্জুন মৃত মহিলার পরিবারকে ২৫ লাখ টাকা অর্থ সাহায্য দেন এবং আহত মহিলার ৯ বছরের সন্তানের চিকিৎসার সমস্ত দায়িত্ব নেন। তবে এই ঘটনার জন্য দায়ের করা মামলার প্রেক্ষিতে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।

হায়দরাবাদের পুলিশ কমিশনার জানিয়েছেন, অনুরাগীর মৃত্যুর ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে তদন্ত চলছে। অভিযুক্ত সকলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। আল্লু অর্জুনের গ্রেফতারির খবরে তার ভক্ত ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১