সাতক্ষীরার ধুলিহরের বড়দল এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সাবেক পুলিশ উপ-মহাপরিদর্শক শাহাদাত হোসেনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জমির মালিক দেবদাশ পাল, কৃষক দেন আলী, পিয়ুস সরদার, রবিন গাইনসহ অনেকে।
তারা অভিযোগ করেন, ২০১৪ সালে দেবদাশ পাল ধুলিহর মৌজার ৭০৮২ দাগের ৫৮ শতক জমি শাহাদাত হোসেনের পিতার কাছ থেকে ক্রয় করেন। কিন্তু ২০১৭ সালে সাবেক অতিরিক্ত ডিআইজি শাহাদাত হোসেন জাল পর্চা তৈরি করে ওই জমি দখলের চেষ্টা শুরু করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, ২০২৩ সালে শাহাদাত হোসেন জোরপূর্বক জমি দখল করেন এবং দেবদাশ পালের ছেলে মিলন পালের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠান। তৎকালীন পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান মনির মিথ্যা মামলা থেকে তাকে অব্যাহতি দিলেও শাহাদাত হোসেন প্রভাব খাটিয়ে জমি দখল ও হয়রানি চালিয়ে যাচ্ছেন।
বক্তারা জানান, জমি উদ্ধারের জন্য একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো প্রতিকার পাননি। বর্তমানে তারা সাতক্ষীরা ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন, যা প্রক্রিয়াধীন রয়েছে।
ভুক্তভোগীরা মানববন্ধনে দাবি করেন, ভূমিদস্যু শাহাদাত হোসেনকে আইনের আওতায় এনে তাদের জমি ফেরত দিতে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। জমি উদ্ধারের পাশাপাশি এই প্রভাবশালী ব্যক্তির হয়রানিমূলক কর্মকাণ্ডের শাস্তি দাবি করেন তারা।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :