রাজধানীর কাঁচাবাজারে শাক-সবজির দাম সামান্য কমেছে, তবে এখনও অনেকের নাগালের বাইরে রয়ে গেছে। শীতকালীন সবজির সরবরাহ বাড়ার কারণে কিছু পণ্যের দামে স্বস্তি এলেও ক্রেতারা বলছেন, কাঙ্ক্ষিত মাত্রায় দাম কমেনি।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজার, আগারগাঁও, শ্যামলী ও কল্যাণপুরের বাজার ঘুরে দেখা গেছে, বেশ কিছু সবজি ৫০ থেকে ৬০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। তবে কিছু সবজির দাম এখনও ৮০ থেকে ১৫০ টাকার মধ্যে।
ব্যবসায়ীরা বলছেন, শীতকালীন সবজির সরবরাহ আরও বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে।
কারওয়ান বাজারের এক বিক্রেতা জাকির জানান, “যেভাবে দাম কমার কথা ছিল, সেভাবে কমেনি। অন্য বছর শীতকালে সবজি ৩০-৪০ টাকা কেজিতে পাওয়া যেত, এবার সেই পরিস্থিতি এখনও আসেনি।”
একই বাজারে ফার্মগেট থেকে বাজার করতে আসা শাহীন অভিযোগ করেন, “টমেটো ১২০-১৫০ টাকা কেজি, শশা আর গাজরের দামও বেশি। সবজির দাম কমলো কোথায়?”
বর্তমানে কারওয়ান বাজারে নতুন আলু প্রতি কেজি ১০০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ও শসা ৮০ টাকা, শালগম ৫০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে সাধারণ শিম ৫০ টাকা, বরবটি ১০০ টাকা, করলা ১০০ টাকা এবং বেগুন ৬০-৮০ টাকার মধ্যে রয়েছে।
পাইকারি বাজারেও একই চিত্র। দেশি পেঁয়াজ ৭০-১২০ টাকা কেজি এবং ভারতীয় পেঁয়াজ ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। আদা ও রসুনের দামে সামান্য পরিবর্তন হলেও তা এখনও বেশি।
এদিকে, মাংসের বাজারেও চড়া দাম। গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা এবং ফার্মের মুরগি ১৮০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দামও বেড়ে প্রতি ডজন ১৪৫-১৫০ টাকায় পৌঁছেছে।
বাজারের এই পরিস্থিতিতে ক্রেতারা আশা করছেন, শীতকালীন সবজির সরবরাহ আরও বাড়লে পণ্যের দাম আরও কমবে, এবং বাজারের এই চাপ কিছুটা হলেও লাঘব হবে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :