সর্বশেষ :

শহীদ বুদ্ধিজীবী দিবসে গভীর শ্রদ্ধা ও ঐক্যের আহ্বান তারেক রহমানের


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৪ । ৩:৪৯ অপরাহ্ণ
শহীদ বুদ্ধিজীবী দিবসে গভীর শ্রদ্ধা ও ঐক্যের আহ্বান তারেক রহমানের
ফাইল ছবি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় শাহাদাতবরণকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তারেক রহমান বলেন, “শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক শোকাবহ দিন। এই দিনে আমরা সেই মহান সন্তানদের স্মরণ করি, যারা একটি সমৃদ্ধ, শোষণমুক্ত এবং ন্যায়বিচারভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেছিলেন। তবে হানাদার বাহিনী এবং তাদের দোসররা স্বাধীনতা অর্জনের চূড়ান্ত সময়ে জাতিকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে এই নির্মম হত্যাযজ্ঞ চালায়।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার পরপরই অগণতান্ত্রিক শক্তি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো একের পর এক হরণ করেছে। সেই ধারা অব্যাহত রেখে বর্তমান আওয়ামী দুঃশাসন গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে এবং ক্রসফায়ার, গুম-খুনের মাধ্যমে জাতির অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।”

তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানান, “আমরা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে গণতন্ত্র, আইনের শাসন, স্বাধীন বিচার ব্যবস্থা এবং বহুমতের রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করি। আসুন, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি।”

বাণীতে তিনি শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১