লেবানন থেকে সরকারি ব্যয়ে দেশে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৪ । ৩:৩৬ অপরাহ্ণ
লেবানন থেকে সরকারি ব্যয়ে দেশে ফিরলেন আরও ৮৫ বাংলাদেশি
সংগৃহীত ছবি

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ৮৫ জন বাংলাদেশি শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সরকারি উদ্যোগে দেশে ফিরেছেন। সকাল ৭টা ২১ মিনিটে ইথিওপিয়ার ইটি-০৬৮০ ফ্লাইটে করে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি খরচে এ পর্যন্ত ১৬টি ফ্লাইটে দেশে ফিরেছেন ১,০৪৮ জন বাংলাদেশি। লেবাননে চলমান অস্থিরতার কারণে ফিরে আসতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তনে সরকার এই উদ্যোগ নিয়েছে।

বিমানবন্দরে ফেরত আসা বাংলাদেশিদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা অভ্যর্থনা জানান। আইওএম প্রত্যাবাসিতদের প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, কিছু খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিমানবন্দরে ফেরত আসা ব্যক্তিদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা কথা বলেন এবং তাদের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এখন পর্যন্ত একজন বাংলাদেশি লেবাননের বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

লেবাননে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য বৈরুত দূতাবাস নিরাপত্তা নিশ্চিত করতে কার্যক্রম পরিচালনা করছে। যারা দেশে ফিরতে চান তাদের জন্য সরকারি খরচে ব্যবস্থা করা হয়েছে, আর যারা থেকে যেতে চান তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য দূতাবাস থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১