বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সার্কুলার ও পার্টির গঠনতন্ত্রের ধারা-১৭ অনুযায়ী রাঙামাটি পার্বত্য জেলা কমিটির কাউন্সিল শুক্রবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলটি সকাল ১১টায় রাঙামাটি জেনারেল হাসপাতাল সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. আবুল হাশেম।
কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য ও সংগঠন বিভাগের ইনচার্জ আকবর খান।
এসময় জেলার, পৌর ও উপজেলার বিভিন্ন কমিটি পুনর্গঠিত হয়। রাঙামাটি জেলা কমিটির নতুন নেতৃত্বে সভাপতি নির্বাচিত হন নির্মল বড়ুয়া মিলন এবং সাধারণ সম্পাদক জুঁই চাকমা।
এছাড়াও সম্পাদক মন্ডলীর সদস্য হিসেবে ডা. বাদল বরণ বড়ুয়া, মো. আবুল হাশেম, অমর চাকমা, উজ্জলা চাকমা ও মেকি চাকমা নির্বাচিত হন। সদস্য হিসেবে আমর কান্তি চাকমা, অরুজিতা চাকমা, চম্পা চাকমা, সুমন চাকমা এবং এমেলী চৌধুরী দায়িত্ব পান।
কাউন্সিলে রাঙামাটি সদর, রাঙামাটি পৌরসভা, কাউখালী, রাজস্থলী ও বরকল উপজেলার কাউন্সিলার ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এরপর সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পার্টির উদ্যোগে “ভারতের আগ্রাসী তৎপরতা প্রতিরোধ করুন, ধর্মীয় সম্প্রীতির বন্ধনে জাতীয় ঐক্য গড়ে তুলুন” শ্লোগানে ঐক্য ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মো. আবুল হাশেম।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পলিট ব্যুরো সদস্য আকবর খান। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল বড়ুয়া মিলন, জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, কাউখালী উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া, বরকল উপজেলা সভাপতি উজ্জলা চাকমা এবং সদর উপজেলার সভাপতি অমর চাকমা।
সমাবেশে পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ভূমিহীন সংহতির নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা।
পার্টির নেতৃবৃন্দ রাঙামাটিতে ঐক্য ও সংহতি বজায় রেখে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :