ভারতের কেরলের পলাক্কড়ে সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চার স্কুলছাত্রীকে পিষে দেয়। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় পানায়ামপদম এলাকার একটি বাসস্ট্যান্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রীরা স্থানীয় একটি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির পর বাড়ি ফেরার জন্য বাস ধরতে বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল ওই চার ছাত্রী। এ সময় একটি সিমেন্ট বোঝাই ট্রাক দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উল্টে পড়ে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, এই সড়কে এমন দুর্ঘটনা আগেও বহুবার ঘটেছে। তবু প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার দাবি জানান।
এ প্রসঙ্গে স্থানীয় বিধায়ক রাহুল মামকুটাথিল বলেন, “এ ঘটনায় আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। সড়ক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।”
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ এবং দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পরিচিত এই সড়কের নিরাপত্তা বিষয়ে প্রশাসনের উদাসীনতা নিয়ে তদন্ত করা হবে বলে জানানো হয়েছে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :