সর্বশেষ :

বিগত তিন সংসদ নির্বাচনে শপথ ভঙ্গ করেছেন কমিশনাররা: বদিউল আলম


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২৪ । ৬:৫২ অপরাহ্ণ
বিগত তিন সংসদ নির্বাচনে শপথ ভঙ্গ করেছেন কমিশনাররা: বদিউল আলম
সংগৃহীত ছবি

বিগত তিনটি সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনাররা সংবিধানের নিরপেক্ষতার শপথ ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। শুক্রবার (১৩ ডিসেম্বর) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত “নির্বাচনব্যবস্থা সংস্কার” বিষয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. বদিউল আলম বলেন, “বিগত তিনটি সংসদ নির্বাচন বিতর্কিত ছিল। তখনকার নির্বাচন কমিশনাররা তাদের নিরপেক্ষতার শপথ পালন করতে ব্যর্থ হয়েছেন, যা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সংকটে ফেলেছে। সুষ্ঠু ও কার্যকর নির্বাচনব্যবস্থা ফিরিয়ে আনতে নির্বাচনব্যবস্থা সংস্কারের বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “বর্তমান নির্বাচনব্যবস্থা ভেঙে পড়েছে। কমিশন গঠনের পদ্ধতিগত সমস্যা, ভোটার তালিকার অসংগতি এবং নির্বাচনী আচরণবিধির দুর্বলতা চিহ্নিত করে সমাধান করতে হবে। আমাদের লক্ষ্য হলো এমন একটি প্রতিবেদন তৈরি করা, যা সুষ্ঠু, নিরপেক্ষ ও কার্যকর নির্বাচনের পথ দেখাবে।”

ড. বদিউল আলম ভোটার তালিকার অসংগতির কথা উল্লেখ করে বলেন, “বর্তমান ভোটার তালিকায় নারী ভোটারের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। এটি শুধু নির্বাচনকেই ব্যাহত করবে না, বরং গণতন্ত্রের মৌলিক চেতনাকেও ক্ষতিগ্রস্ত করবে।”

তিনি নির্বাচনী অপরাধ রোধ, নির্বাচনী আচরণবিধির প্রয়োজনীয় সংশোধন, নারী অংশগ্রহণ বৃদ্ধি এবং সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে সবার মতামত নেওয়ার ওপর জোর দেন।

সভায় আরও বক্তব্য দেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য মীর নাদিয়া নিভিন ও সাদিক আরমান, খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, যুগ্ম সচিব মো. মাহবুবুর রহমান, খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, এবং কেএমপির উপপুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামান।

সভায় উপস্থিত ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ভোটগ্রহণ কর্মকর্তা, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।

ড. বদিউল আলম সভার সমাপ্তিতে বলেন, “দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা বজায় রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। নির্বাচনী ব্যবস্থার সংস্কারই তা নিশ্চিত করতে পারে।”


ভিসি/এএস


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১