গরুর মাংসের চড়া দাম নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় নওগাঁর পোরশা উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় ন্যায্যমূল্যের মাংস বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টায় এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় ও জেলা প্রশাসক মো. আব্দুল আউয়ালের নির্দেশনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হুমায়ুন কবির, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ন্যায্যমূল্যের এই দোকানে প্রতি কেজি গরুর মাংস ৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে। বিশেষ করে নিম্নবিত্ত মানুষদের কথা মাথায় রেখে ২৫০ গ্রাম পর্যন্ত মাংস কেনার সুযোগ রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান বলেন, “জেলা প্রশাসক স্যারের দিকনির্দেশনায় আমরা এই দোকান চালু করেছি। নিম্ন আয়ের মানুষজন এখন ২৫০ গ্রাম পর্যন্ত মাংস কিনতে পারবেন। এতে তাদের কিছুটা হলেও স্বস্তি মিলবে।”
উল্লেখ্য, বাজারে গরুর মাংসের উচ্চমূল্যের কারণে অনেক পরিবার প্রয়োজন থাকলেও পুরো এক কেজি মাংস কিনতে পারছে না। এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য সহায়ক হবে বলে মনে করছেন স্থানীয়রা।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :