ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে হায়দরাবাদ পুলিশ। তার ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় শুক্রবার (১৩ ডিসেম্বর) তাকে জুবিলি হিলসের বাড়ি থেকে পরিবারের উপস্থিতিতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আল্লু অর্জুনকে স্থানীয় নামপল্লি আদালতে হাজির করা হলে, আদালত তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে তেলেঙ্গানা হাইকোর্টে আবেদন করলে, আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। এর আগে, হেফাজতে পাঠানোর নির্দেশের পর তিনি হায়দরাবাদ সেন্ট্রাল জেলে পৌঁছান।
হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, থিয়েটার কর্তৃপক্ষ, আল্লু অর্জুন এবং তার নিরাপত্তা টিমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৫ এবং ১১৮(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মৃত নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতে চিক্কাদপল্লী থানায় মামলা রুজু হয়। তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হায়দরাবাদ পুলিশের ডিসি।
অন্যদিকে, মৃতা রেবতির স্বামী ভাস্কর বলেছেন, তিনি আল্লু অর্জুনকে এ ঘটনার জন্য দায়ী করতে চান না এবং তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের ইচ্ছা প্রকাশ করেছেন। ভাস্কর জানান, “আমার ছেলে ‘পুষ্পা ২’ দেখতে চাইছিল বলে আমরা সেদিন হলে গিয়েছিলাম। তবে সেখানে যা ঘটেছে, তাতে আল্লু অর্জুনের কোনো দোষ নেই। আমি মামলা তুলে নিতে প্রস্তুত।”
এদিকে, মুক্তির পর থেকেই আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ বিশ্বব্যাপী বক্স অফিসে সাড়া ফেলেছে। সিনেমাটি ইতোমধ্যে ১,০৫০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে, ছবিটি দ্বিতীয় সপ্তাহেও দর্শকদের আগ্রহ ধরে রাখবে এবং মোট আয় ১,৭০০ কোটি রুপি ছাড়ানোর সম্ভাবনা রয়েছে।
আল্লু অর্জুনের জামিনের পর ভক্তদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে পুলিশ ও আদালতের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে সবাই।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :