তৃণমূল সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর আজীবন সদস্য ও কার্যনির্বাহী কমিটির যৌথ সভা বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় ঢাকার তোপখানা রোডস্থ ওয়াজী কমপ্লেক্সে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি আনিসুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল।
সভায় আজীবন সদস্য ও সাংবাদিকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মো. ওবাইদুল কবির, এডভোকেট হাসান আলম সুমন, জামাল শিকদার, রিতা আক্তার রিয়া এবং কার্যনির্বাহী কমিটির সদস্য জামাল হোসেন, মিরাজ হোসেন, কামরুজ্জামান, আলো জায়েদীসহ অনেকে।
সভায় ২০২৪ সালের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম ফারুক মজনু এবং সদস্য সচিব হয়েছেন সাংস্কৃতিক সম্পাদক জামাল শিকদার। কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে মো. জামাল হোসেন, মিরাজ হোসেন এবং কামরুজ্জামানকে।
এছাড়া সভায় সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সমাপ্তি ঘোষণা করা হয় ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত করার আশাবাদ ব্যক্ত করে।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :