বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব সংকট সত্ত্বেও তাদের চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। এখনও তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সিলেট নগরীর আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশের মানুষের ওপর নিপীড়ন চালিয়ে আবারও রাজনীতিতে ফিরে আসার অসৎ পরিকল্পনা করছে আওয়ামী লীগ। পাশাপাশি, তারা এবং তাদের সহযোগীরা বিদেশ থেকে দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টে সক্রিয় রয়েছে।
ক্ষমতায় গেলে জামায়াতের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, “আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করবো, যেখানে অনিয়ম, দুর্নীতি কিংবা ঘুষের কোনো জায়গা থাকবে না। এটি আমাদের প্রতিজ্ঞা।”
সমাবেশে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ভিসি/এএস
আপনার মতামত লিখুন :