শেষ ম্যাচে সম্মান রক্ষার চ্যালেঞ্জে বাংলাদেশের সম্ভাব্য একাদশ


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৪ । ১:০২ অপরাহ্ণ
শেষ ম্যাচে সম্মান রক্ষার চ্যালেঞ্জে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সংগৃহীত ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইতিমধ্যেই এক ম্যাচ আগেই হেরে গেছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ম্যাচে টাইগারদের সামনে সম্মান রক্ষার বড় চ্যালেঞ্জ। এই ম্যাচে হারলে সিরিজে হোয়াইটওয়াশ হবে লাল-সবুজের দল।

আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সেন্ট কিটসে তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ একাদশে বেশ কিছু পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়ার কারণে সৌম্য সরকার ও লিটন দাসের একজনকে বাদ দেওয়া হতে পারে। তাদের জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন। তবে ব্যাটিং লাইনআপের বাকি পজিশনগুলো অপরিবর্তিত থাকতে পারে।

তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন টানা দুই ম্যাচে একাদশে ছিলেন, তবে ব্যাটে-বলে ভালো পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হওয়ায় তিনি শেষ ম্যাচে জায়গা হারাতে পারেন। তার পরিবর্তে নাসুম আহমেদকে খেলানোর পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট।

এদিকে, দলে ফিরতে পারেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। প্রথম ম্যাচে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়লেও তৃতীয় ম্যাচে তার অভিজ্ঞতার উপর ভরসা রাখার সম্ভাবনা রয়েছে। যদি তাসকিন একাদশে ফেরেন, তাহলে নাহিদ রানার জায়গা হারানোর সম্ভাবনা রয়েছে। গত দুই ম্যাচে বলের গতি থাকলেও তিনি ক্যারিবিয়ান ব্যাটারদের পরীক্ষায় ফেলতে পারেননি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ তাই সম্মান রক্ষার লড়াইয়ে অভিজ্ঞ তাসকিনের উপর নির্ভর করতে পারেন।

সম্ভাব্য একাদশ:

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি অনিক, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১