যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৪ । ৩:০১ অপরাহ্ণ
যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল
সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে এসেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় দলের নেতাকর্মীরা উষ্ণ অভ্যর্থনা জানান।

এর আগে, বুধবার (১১ ডিসেম্বর) লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। উল্লেখ্য, গত ৩০ নভেম্বর মির্জা ফখরুল তার স্ত্রীর চিকিৎসা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য লন্ডন যান।

যুক্তরাজ্য সফরের সময় তিনি সেখানে বিএনপির আয়োজিত একটি সমাবেশে বক্তব্য প্রদান করেন। পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেন।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১