বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘৮৪০’। এটি তার আলোচিত সিরিজ ‘4২০’-এর সিক্যুয়েল। আগামীকাল ১৩ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।
বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে আয়োজন করা হয় সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শো। সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা ফারুকী, সিনেমার কলাকুশলীরা এবং বিশেষ অতিথি হিসেবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
প্রিমিয়ার শেষে উপদেষ্টা নাহিদ ইসলাম গণমাধ্যমকে বলেন, “একজন শিল্পী, নির্মাতা বা সাহিত্যিক সমাজের বাস্তবতা তুলে ধরেন। ফারুকী ভাই সেই কাজটি অসাধারণভাবে করেছেন। আমাদের অতীতের অনেক গল্প বলা হয়নি, কিন্তু এখন সময় এসেছে সেই বিষয়গুলো তুলে ধরার।”
অন্যদিকে, উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “সাংস্কৃতিক লড়াই দীর্ঘমেয়াদি এবং সার্বজনীন। ফারুকী ভাই সেই লড়াইয়ের অংশ হয়ে কাজ করে যাচ্ছেন। আমি আশাবাদী, এই সিনেমা ‘4২০’ নাটকের চেয়েও বেশি জনপ্রিয় হবে।”
২০০৭ সালে ‘4২০’ সিরিজটি বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে ব্যাপক সাড়া ফেলেছিল। দীর্ঘ বিরতির পর সেই ধারাবাহিকতায় নির্মিত হয়েছে ‘8৪০’। সিরিজটি প্রযোজনা করেছে ছবিয়াল প্রোডাকশন। প্রযোজক হিসেবে আছেন নুসরাত ইমরোজ তিশা, এবং সহপ্রযোজক ফরিদুর রেজা সাগর।
‘8৪০’ ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনা দেখা গেছে। ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’র ব্যানারে নির্মিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়ার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম এবং টেলিভিশনেও দেখা যাবে।
সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন খান, যিনি একজন মেয়র ও রাজনৈতিক নেতার ভূমিকায় পর্দায় হাজির হয়েছেন। এছাড়া আরও আছেন ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদার।
সিনেমাটি বাংলাদেশের রাজনীতির পরিবর্তনশীল প্রেক্ষাপট এবং তার প্রভাবকে ঘিরে সমাজের বাস্তবতা তুলে ধরেছে, যা দর্শকদের গভীরভাবে ভাবাবে।
ভিসি/এসকে
আপনার মতামত লিখুন :