গাজার অব্যাহত রক্তক্ষয়ী সংঘাত, মৃতের সংখ্যা ৪৪ হাজার ৮০০ ছাড়িয়েছে


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১২, ২০২৪ । ১:০৬ অপরাহ্ণ
গাজার অব্যাহত রক্তক্ষয়ী সংঘাত, মৃতের সংখ্যা ৪৪ হাজার ৮০০ ছাড়িয়েছে
সংগৃহীত ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি সামরিক হামলায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। সর্বশেষ তথ্যে জানা গেছে, গত একদিনে আরও ৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে অক্টোবর থেকে চলমান এই সংঘাতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ৮০৫।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত আহত হয়েছেন এক লাখ ৬ হাজারেরও বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ১৯ জনের প্রাণহানি ঘটেছে এবং ৬৯ জন গুরুতর আহত হয়েছেন। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে রয়েছেন, যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

ধারণা করা হচ্ছে, গাজার বিভিন্ন এলাকায় ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচে এখনো ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলি বাহিনী তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। এ হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ এবং গির্জাসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ৭ অক্টোবর হামাসের এক নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিশোধমূলক বিমান এবং স্থল হামলা চলছে। এতে প্রায় ২০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

বিশ্লেষকরা মনে করছেন, এই ক্রমাগত আক্রমণ গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় গাজার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে।


ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১