সর্বশেষ :

সবুজ অরণ্যে তুমি


অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১১, ২০২৪ । ১:৩৩ অপরাহ্ণ
সবুজ অরণ্যে তুমি
সংগৃহীত ছবি
সবুজ অরণ্যে তুমি
শারমিন আক্তার
ও তোমার হাত,
নিশ্চয়ই তুমি খুশি ছিলে…
ও পাড়ের প্রেম দর্শনায়,
মনদুলে।
সবুজ অরণ্যে মেতে,
গগনবিহারী পানে হস্তলাপ।
হাতের রেখা প্রকাশে
করছো ভালোবাসা বিলাপ।
পাহাড়ি বৃক্ষছকে,
রোদ্দুর্র ঝলমলিয়ে ঘেরা বুক।
উতালি, ইত্যাদি, বহুলাভ
পাহাড়ি মানুষে দেখা সুখ।
ছলছলানি নদী জল
ইঞ্জিনামাঝির অভিজ্ঞতাটানে,
ইচ্ছের ডানা মেলে,
প্রিয়মুখ মুখোমুখিদয়ে
পাহাড়ি দর্শনপূরণে সখ্যতা।
রচনা 10 ডিসেম্বর 2024
রাত 1.9 মিনিট।

ভিসি/এসকে


পুরোনো সংখ্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১